কোভিড-১৯ প্রযুক্তি সমাধানে শুরু হলো হ্যাকাথন

২৬ মার্চ, ২০২০ ১৫:০১  
মহামারি করোনাভাইরাস রোধে প্রযুক্তিগত সমাধান বের করতে কোভিড-১৯ নামের হ্যাকাথন আয়োজন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২৪ মার্চ থেকে অনলাইনে কোভিড-গ্লোবাল-হ্যাকাথন.ডেভপোস্ট ( https://covid-global-hackathon.devpost.com/) ওয়েব ঠিকানায় শুরু হয় নিবন্ধন। আজ ২৬ মার্চ শুরু হয়েছে ধারণা জমা দেয়ার কাজ। চলবে ৩০ মার্চ পর্যন্ত। ওই দিন থেকে শুরু হবে সমাধান মূল্যায়নের কাজ। ৩ এপ্রিল ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। হ্যাকাথনের সহ-আয়োজক হিসেবে রয়েছে মাইক্রোসফট ও ফেসবুক। আর সহযোগী হিসেবে রয়েছে গিফি, পিন্টারেস্ট, স্ল্যাক, টিকটক, টুইটার এবং উইচ্যাট। আয়োজকরা জানিয়েছেন, এই হ্যাকাথনের মাধ্যমে তারা একটি অনলাইন স্পেস তৈরি করবেন। যেখানে ডেভেলপাররা তাদের আইডিয়া, এক্সপেরিমেন্ট এবং সফটওয়্যার তৈরি করতে পারেন। যেটি বর্তমান করোনাভাইরাস ক্রাইসিস মোকাবিলায় কাজ করতে পারে। এ জন্য ডব্লিউএইচও এবং চ্যান জাকারবার্গ বায়োহাব থেকে সমস্যা দেওয়া হবে। এই সমস্যাগুলো থেকে সফটওয়্যার সল্যুশন বের করতে হবে ডেভেলপারদের।